Source- en.Wikipedi.org
- তার পুরো নাম আহমেদ সালমান ফজলুর রহমান । তিনি ২৩ মে ১৯৫১ সালে দোহার উপজেলা,ঢাকা- তে জন্ম গ্রহন করেন।
- তার পিতার নাম ফজলুর রহমান খান।
- তিনি ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত করাচির নামকরা করাচি গ্রামার স্কুলে পড়াশোনা করেন। এর পর ঢাকায় আসার পর তিনি নটরডেম কলেজে আই এস সি তে ভর্তি হন। এর ২ বছর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান এ ভর্তি হন। ১৯৭১ সালে তার স্নাতক পরীক্ষার কথা থাকলেও মুক্তিযুদ্ধ শুরু হয় ফলে তিনি করাচিতে চলে যান। তারপর আন্দোলনে জড়িয়ে পড়েন।
- ১৯৭২ সালে তিনি তাদের কোম্পানি বেক্সিমকো প্রতিষ্ঠা করেন।
- তিনি ও তাঁর ভাই সোহাইল রহমান ১৯৭৬ সালে বেক্সিমকো ফার্মাসিটিক্যাল প্রতিষ্ঠা করেন।
- তিনি ১৯৮২ সালে দুবাই এর একটা কোম্পানির সাথে মিলে এ বি ব্যাংক প্রতিষ্ঠা করেন।
- তিনি দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলের মালিক।
- তার সম্পদের পরিমাণ ১৩০ কোটি মার্কিন ডলার। যদিও তিনি তা অস্বীকার করেন, তিনি দাবি করেন এই টাকা তার ব্যক্তিগত নয় বেক্সিমকো গ্রুপের।
- তিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ও বাংলাদেশ আওয়ামীলীগ এর সংসদ সদস্য।
আহমেদ আকবর সোবহান
Source- twitter.com
- আহমেদ আকবর সোবহান ১৫ ই ফেব্রুয়ারী ১৯৫২ সালে পুরান ঢাকার ইসলামপুরে সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
- তার বাবা আব্দুস সোবহান ছিলেন ঢাকা উচ্চ আদালতের একজন উকিল।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় অধ্যায়ন বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।
- তার প্রতিষ্ঠিত বসুন্ধরা গ্রুপে প্রায় ৫০ হাজার কর্মী নিয়োজিত আছে।
- ২০১৯ সালে বিশ্বখ্যাত সাময়িকী এশিয়াওয়ানের দৃষ্টিতে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন তিনি।
- বসুন্ধরা গ্রুপ ১৯৮৭ সালে আবাসন ব্যবসার মাধম্যমে পথ চলা শুরু।
- ২০১৭ সালে রংপুর রাইডার এর নতুন মালিকানা গ্রহন করে তার প্রতিষ্ঠিত বসুন্ধরা গ্রুপ।
- বসুন্ধরা গ্রুপ এর নিয়ন্ত্রিত রয়েছে বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ, ডেইলি সান ও বাংলানিউজ২৪ডটকম এই চারটি জনপ্রিয় মিডিয়া হাউজ।
- তিনি বর্তমানে বসুন্ধরা গ্রুপ এর চেয়ারম্যান হিসেবে নিয়জিত আছেন।
- তার সম্পদের পরিমাণ প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার।
লেখক
শুয়াইব আহমেদ বন্ধন
|
0 Comments
Dear,readers your comment is always appreciated .We will try to replay to your comment as soon as possible:
1)Please,do not spam-spam comment will be deleted immediately upon our review.
2)please,do not add any link to the body of your comment as that will not be published.
3)Only English and Bangla comment shall be approved.