বাংলাদেশের বিশিষ্ট তিন ব্যবসায়ীর জানা অজানা তথ্য

মুসা বিন শমসের


Source- prothomalo.com

  • মুসা বিস শমসের ( তিনি প্রিন্স মুসা নামেও পরিচিত)  ১৫ অক্টোবর ১৯৪৫ সালে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান ছিল ফরিদপুর ( তৎকালীন ব্রিটিশ ভারত) বর্তমান বাংলাদেশ।
  • তার পিতার নাম ছিল শমসের আলী। তিনি ছিলেন তার পিতা মাতার তৃতীয় পুত্র সন্তান।
  • তিনি ক্যালিফনিয়া স্টেট ইউনিভার্সিটি তে লেখাপড়া করেন।
  • তিনি খুব তরুণ বয়স থেকে ব্যবসা শুরু করেন। 
  • প্রথম ব্যবসায়িক  জীবনে তিনি ড্যাটকো  নামের ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাকে জনশক্তি রপ্তানির জনক ও বলা হযে থেকে। 
  • তিনি আন্তর্জাতিক অস্র ব্যবসায়ী হিসেবে বেশ সুনাম অর্জন করেন। বিশ্বের ১০ জন প্রভাবশালী অস্ত্র ব্যবসায়ী এর মাঝে তার অবস্থান অষ্টম।
  • তার সম্পদের পরিমাণ 12 বিলিয়ন মার্কিন ডলার। যার ৭ বিলিয়ন বর্তমানে সুইস ব্যাংকে ফ্রিজ অবস্থায় রয়েছে।
  • তিনি খুব বিলাসী জীবন-যাপন করেন। তার হাতে  রোলেক্স এর যে ঘড়ি পরেন তার দাম চার কোটি টাকা।
  • তার সাইন করার কলম টি ২৪ ক্যারেট সোনায় মোড়ানো যার কলমের দাম ৮০ কোটি টাকা। যাতে বসানো আছে ৭৫০০ হীরার খন্ড। 
  • তার গোসলের সময় বিশুদ্ধ পানিতে মেশাতে হয় গোলাপ জল।
  • বর্তমানে তিনি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে  ড্যাটকো গ্রুপ এর দায়িত্ব পালন করছেন। তাকেই বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি বলা হয়।



সালমান এফ রহমান


Source- en.Wikipedi.org



  • তার পুরো নাম আহমেদ সালমান ফজলুর রহমান । তিনি ২৩  মে ১৯৫১ সালে দোহার উপজেলা,ঢাকা- তে জন্ম গ্রহন করেন।
  •  তার পিতার নাম ফজলুর রহমান খান। 
  • তিনি ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত  করাচির নামকরা করাচি গ্রামার স্কুলে পড়াশোনা করেন। এর পর ঢাকায় আসার পর তিনি নটরডেম কলেজে আই এস সি তে ভর্তি হন। এর ২ বছর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান এ ভর্তি হন। ১৯৭১ সালে তার স্নাতক পরীক্ষার কথা থাকলেও মুক্তিযুদ্ধ শুরু হয় ফলে তিনি করাচিতে চলে যান। তারপর আন্দোলনে জড়িয়ে পড়েন।
  • ১৯৭২ সালে তিনি তাদের কোম্পানি বেক্সিমকো প্রতিষ্ঠা করেন।
  • তিনি ও তাঁর ভাই সোহাইল রহমান ১৯৭৬ সালে বেক্সিমকো ফার্মাসিটিক্যাল প্রতিষ্ঠা করেন।
  • তিনি ১৯৮২ সালে দুবাই এর একটা কোম্পানির সাথে মিলে এ বি ব্যাংক প্রতিষ্ঠা করেন।
  • তিনি দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলের মালিক।
  • তার সম্পদের পরিমাণ ১৩০ কোটি মার্কিন ডলার। যদিও তিনি তা অস্বীকার করেন, তিনি দাবি করেন এই টাকা তার ব্যক্তিগত নয় বেক্সিমকো গ্রুপের।
  • তিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ও বাংলাদেশ আওয়ামীলীগ এর সংসদ সদস্য।  




আহমেদ আকবর সোবহান


Source- twitter.com




  • আহমেদ আকবর সোবহান ১৫ ই ফেব্রুয়ারী  ১৯৫২ সালে পুরান ঢাকার ইসলামপুরে সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
  • তার বাবা আব্দুস সোবহান ছিলেন ঢাকা উচ্চ আদালতের একজন উকিল।
  • তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়  থেকে ব্যবসায় অধ্যায়ন বিভাগ থেকে স্নাতক ডিগ্রী  লাভ করেন।
  • তার প্রতিষ্ঠিত  বসুন্ধরা গ্রুপে প্রায় ৫০ হাজার কর্মী নিয়োজিত  আছে।
  • ২০১৯ সালে  বিশ্বখ্যাত সাময়িকী এশিয়াওয়ানের দৃষ্টিতে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন তিনি। 
  • বসুন্ধরা গ্রুপ ১৯৮৭ সালে আবাসন ব্যবসার মাধম্যমে পথ চলা শুরু। 
  • ২০১৭ সালে রংপুর রাইডার  এর নতুন মালিকানা  গ্রহন করে তার প্রতিষ্ঠিত  বসুন্ধরা গ্রুপ। 
  • বসুন্ধরা  গ্রুপ  এর নিয়ন্ত্রিত রয়েছে বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ, ডেইলি সান ও বাংলানিউজ২৪ডটকম এই চারটি জনপ্রিয় মিডিয়া হাউজ।
  • তিনি বর্তমানে বসুন্ধরা গ্রুপ  এর চেয়ারম্যান  হিসেবে  নিয়জিত আছেন।
  • তার সম্পদের পরিমাণ  প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন  ডলার।

লেখক
শুয়াইব আহমেদ বন্ধন 











































0 Comments