বাংলাদেশের বিশিষ্ট তিন ব্যবসায়ীর জানা অজানা তথ্য ২



এম এ হাসেম

Source- bdnews24.com  





  • এম এ হাসেম ১৯৪৩ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় জন্ম গ্রহন করেন।
  • এম এ হাসেম পারটেক্স  গ্রুপের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান এবং  তিনি ইউ এস বি এল ব্যাংক  এর চেয়ারম্যান৷ এছাড়া তিনি সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল বেসরকারি ব্যাংক এর মালিক।
  • তিনি বি এন পি থেকে, নোয়াখালী ২ আসন এর  সংসদ সদস্য নির্বাচিত  হন। তিনি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত  এ পদে বহাল থাকেন।
  • তিনি পারটেক্স নামের কোম্পানি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত করেন।
  • তার প্রতিষ্ঠিত পারটেক্স  গ্রুপে প্রায় ৫০০০০ এর বেশি কর্মী কাজ করে। 
  • পারটেক্স গ্রুপের মোট সম্পদের পরিমাণ ৭.২ বিলিয়ন মার্কিন ডলার।
  •  এম এ হাসেম নর্থ সাউথ ইউনিভার্সিটির আজীবন প্রতিষ্ঠাতা সদস্য। 
  • তিনি নোয়াখালী এম এ হাসেম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান।







আজম জে চৌধুরী 



Source- dailysangram.com






  • আজম জে চৌধুরীর পুরো নাম আজম জাহাঙ্গীর চৌধুরী। তার জন্ম মৌলভীবাজার জেলায় কুলাউড়া উপজেলার হোসেনপুর গ্রামে। তার পিতার নাম মহাতোছিন আলী।
  • তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়  থেকে ইংরেজিতে বি এ অনার্স ডিগ্রি  অর্জন করেন।
  • তিনি ইস্ট-কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক।
  • তিনি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (২০০১-২০০৫) চেয়ারম্যান ছিলেন। 
  • করোনা মহামারী পরিস্থিতিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে  পিপিই প্রদান করেন আজম জে চৌধুরী। 
  • পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসি এর প্রেসিডেন্ট পদে (২০২০-২০২১) মেয়াদে পুনর্র্নিবাচিত হন আজম জে চৌধুরী।
  • তিনি ১৯৯৫ সালে প্রাইম ব্যাংক  প্রতিষ্ঠা করেন।
  • তিনি ১৯৭৯ সালে বহু জাতিক কোম্পানি  ইস্ট কোস্ট প্রতিষ্ঠা  করেন।
  • বিশ্বের শীর্ষস্থানীয় লজিস্টিক কোম্পানি ডিএইচএল এক্সপ্রেস ও দ্য ডেইলি স্টারের যৌথ আয়োজনে ১৮তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠানে দেশের সেরা ব্যবসায়িক ব্যাক্তিত্ব নির্বাচিত হয়ে সম্মাননা পান  আজম জে চৌধুরী। 














গিয়াসউদ্দিন আল মামুন



Source- bd.pratidin.com




  • গিয়াসউদ্দিন আল মামুন হলেন বি এন পি এর ভাইস প্রেসিডেন্ট  তারেক রহমানকে  এর ঘনিষ্ঠ  বন্ধু।
  • তিনি  রিয়েল এস্টেট, ঠিকাদারি,  হোটেল ও নৌ-পরিবহন (জাহাজ) ব্যবসায় সাথে যুক্ত ছিলেন। বর্তমানে  তিনি  অর্থ পাচার মামলায় অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন।
  • তার চ্যানেল ওয়ান এ মালিকানা ছিলো। তবে ২৭ এপ্রিল ২০১০ সালে বন্ধ হয়ে যায় ‘চ্যানেল ওয়ান'। 
  • তার সম্পদের পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। 
  • ৩১ জানুয়ারী  ২০০৭ সালে তাকে যৌথবাহিনী  গ্রেফতার করে। ২০১৯ সালে তার মা মারা গেলে, মা কে দেখার জন্য  তিনি ৮ ঘন্টার জন্য প্যারোলে  মুক্তি  পান।
  • ২০১৯ সালে অর্থ পাচার মামলার রায়ে তার ৭ বছরের কারাদণ্ড হয়।




লেখক
শুয়াইব আহমেদ বন্ধন   


0 Comments