বাংলাদেশ বিশিষ্ট তিন ব্যবসায়ীর জানা অজানা তথ্য ৩

রাগীব আলী

Source- bd-pratidin.com


  • রাগিব আলী  ১৯৩৮ সালে ১০ অক্টোবর সিলেট  এর বিশ্বনাথ কামালবাজারে জন্ম গ্রহণ  করেন। 
  • তিনি  রাজা সি, এস উচ্চ বিদ্যালয় ও সিলেট  কলেজে লেখাপড়া  করেন।
  • তিনি উপমাদেশের সব চেয়ে প্রাচীন চা বাগান মালনীছড়া চা বাগান এর বর্তমান সত্ত্বাধিকারী। 
  • তিনি বেসরকারি সাউথইস্ট  ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • তার সম্পদের  প্রায়  ২৫০ মিলিয়ন মার্কিন ডলার।
  • তিনি সিলেট  শহরে  দানবীর হিসেবে পরিচিত। তবে অনেকে এটা নিয়ে দ্বিমত পোষণ করেছেন।
  • জালিয়াতি মামলায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই কে সিলেটের  মহানগর মুখ্য হাকিম আদালত  ১৪ বছরের কারাদণ্ড দেয়।





স্যামসন এইচ চৌধুরী


Source- samakal.com   




  • স্যামসন এইচ চৌধুরীর জন্ম ২৫ সেপ্টেম্বর ১৯২৫ সাল গোপালগঞ্জ জেলায়। তার বাবার নাম ইয়াকুব  হোসেন চৌধুরী  ও মায়ের নাম লতিকা চৌধুরী। 
  • তিনি কলকাতার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ে  লেখাপড়া করেন। ওখানেই তিনি সিনিয়র কেমব্রিজ ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
  • মাত্র ১৭ বছর বছর বয়সে তিনি কাওকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যান এবং নেভিতে যোগ দেন।
  • ১৯৫২ সালে সেচ্ছায় তিনি চাকরি  ছেড়ে বাড়িতে ফিরে আসেন।
  • তিনি হলেন স্কয়ার  গ্রুপের প্রতিষ্ঠাতা।
  •  তিনি সহ আরো ৩ বন্ধুকে সাথে নিয়ে, প্রত্যেকে ২০ হাজার করে টাকা দিয়ে মোট ৮০ হাজার টাকায় তৈরী  করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস।  চার বন্ধুর প্রতিষ্ঠান হিসেবে এর লোগো টি ও বর্গাকার। 
  • ২০০৯ - ১০ অর্থ বছরে  স্কয়ার গ্রুপ জাতীয় রাজস্ব  বোর্ডে কর্তিক সেরা করদাতা নির্বাচিত  হয়।
  • তিনি মাছরাঙ্গা চ্যানলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
  • তিনি ৫ জানুয়ারী ২০১২ সালে সিঙ্গাপুর এ মৃত্যু বরন করেন।




ইকবাল আহমেদ



Source- bd-pratidin.com



  • ইকবাল আহমেদ ৪ আগষ্ট ১৯৫৬ বালাগঞ্জ, সিলেট বিভাগে জন্ম গ্রহণ করেন। 
  • ১৯৭১ সালে ১৫ বছর বয়সে তিনি যুক্তরাজ্য চলে যান এবং সেখানে তিনি সিটি কলেজ ওয়েস্টমিনিস্টার এ লেখাপড়া করেন।
  • তিনি সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী
  • ১৯৭৬ সালে ম্যানচেস্টারে বাবার ব্যবসায় অংশগ্রহণের মাধ্যমে বিজনেস ওয়ার্ল্ডে তার প্রবেশ।
  • তার কোম্পানি পর পর ৩ বার ২০০১, ২০০২, ২০০৩ সালে সমুদ্র খাবার রপ্তানিতে শীর্ষস্থানে অবস্থান করে।
  • ২০১২ সালে ইকবাল আহমেদ জিতে নেন আন্তর্জাতিক সেরা ব্যবসায়ী-২০১২ পুরস্কার।
  • ইকবাল আহমেদ ২০০৯ সালে এশিয়ার ২০ ধনীর তালিকায় উঠে আসেন সফল ব্যবসায়ী ।



লেখক
শুয়াইব আহমেদ বন্ধন







0 Comments