ডুয়েট ভর্তি পরীক্ষার সিলেবাস, টিউটোরিয়াল- ১

                                                 
                             

         ডুয়েট ভর্তি পরীক্ষার নন ডিপার্টমেন্টাল সিলেবাস-১


                                                     পদার্থবিজ্ঞান:


ভেক্টর:  স্কেলার এবং ভেক্টর রাশির পরিমাণ, ভেক্টরের যোগ এবং বিয়োগ, সামান্তরিক ভেক্টর, ভেক্টর বিভাজন ইত্যাদি।

গতি ও বল: সরণ, গতি, বেগ, ত্বরণ, নিউটনের গতির সূত্র, ঘর্ষণ, ঘর্ষণজনিত বল, বৃত্তাকার গতি, কৌণিক বেগ ও ত্বরণ, কেন্দ্রমুখী ও কেন্দ্রীভূত ত্বরণ, জড়তা, ভর এবং ওজন, মহাকর্ষ ও মধ্যাকর্ষন, কেপলারের সূত্র

কাজ ও শক্তি: কাজ এবং শক্তি, সম্ভাব্য গতিশক্তি, কাজ ও শক্তির রুপান্তর, যান্ত্রিক শক্তি,

পদার্থের ধর্ম: স্থিতিস্থাপকতা সংক্রান্ত রাশি ও প্রকারভেদ, হুকের সূত্র, পয়সন এর অনুপাত, বিভবশক্তি,  প্যাসকেলের সূত্র, আর্কিমিডিসের নীতি, আপেক্ষিক গুরুত্ব, পৃষ্ঠটান, কৈশিকতা, সান্দ্রতা

তরঙ্গ ও দোলন: সরল দোলন, বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ, তরঙ্গের প্রকারভেদ, শব্দ, শব্দের বেগ, প্রতিধ্বনি, উপরিপাতন ও ব্যাতিচার, বীট ইত্যাদি

তাপ এবং তাপগতিবিদ্যা: তাপ ও তাপমাত্রা, থার্মোমিটার, তাপ ধারণক্ষমতা, সুপ্ত তাপ, পদার্থের তাপীয় প্রসারণ, তাপ পরিবাহিতা, তাপ সঞ্চালন, নিউটনের শীতলীকরণ সূত্র, আপেক্ষিক তাপ, তাপগতিবিদ্যা, তাপ ইঞ্জিন ইত্যাদি।

আলো: আলোর প্রতিফলন ও প্রতিসরণ, আলোকমিতি, আলোর প্রতিবিম্ব, আলোর প্রতিসরণ (প্রিজম, লেন্স)

পারমাণবিক পদার্থবিজ্ঞান: ইলেকট্রন এবং প্রোটন, এক্স- রে, পরমাণু মডেল, তেজস্ক্রিয়তা ও ক্ষয়, ফিশন ও ফিউশন।



***পদার্থবিজ্ঞান এ সর্বমোট ৪০ নম্বর প্রশ্ন হয়ে থাকে ।


                                                        রসায়ন:


★ তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়া, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া।
★ দ্রাব, দ্রাবক, দ্রাবতা এর বিস্তারিত
★ অনুঘটক ও প্রভাবক
★ আধুনিক পর্যায় সারণী
★ বোয়েল, চার্লস ও ডাল্টন এর সূত্র
★ পারমাণবিক গঠন: পরমাণুর মৌলিক কণা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, আইসোটোপ, আইসোটোন, আইসোবার
★ কোয়ান্টাম সংখ্যা: এর তাৎপর্য, পাউলির বর্জন নীতি, অরবিট, অরবিটাল
★ এসিড ও ক্ষার এর বিস্তারিত
★ pH, pH স্কেল এবং এর ব্যবহার, বাফার দ্রবণ ও এর ক্রিয়াকৌশল
★ জারণ-বিজারণ ও এর বিস্তারিত
★ রাসায়নিক বন্ধন: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, সন্নিবেশ বন্ধন
★ তড়িৎ বিশ্লেষণ
★ পানির খরতা  এবং খরতা দূরীভূত করা
★ আকরিক
★ জৈব যৌগ
★ অ্যালিফেটিক হাইড্রোকার্বন: সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন ও অ্যালকিন প্রস্তুতি
★ অ্যালকোহল: অ্যালকোহলের শ্রেনিবিন্যাস, এনজাইম বা উৎসেচক, গাঁজন প্রক্রিয়া ইত্যাদি।

***রসায়ন এ সর্বমোট ৪০ নম্বর প্রশ্ন হয়ে থাকে ।

*   ডুয়েট ভর্তি বিস্তারিত পূর্বের টিউটোরিয়াল -এখানে   
*  ডুয়েট ভর্তি পরীক্ষার সিলেবাসের পরবর্তী টিউটোরিয়াল টি দেখতে এখানে ক্লিক করুন


                                                                                                         
                                                                                                              লেখক-
                                                                                                  আপেল মাহমুদ সুজন

0 Comments