ডুয়েট ভর্তি বিস্তারিত

ডুয়েট ভর্তি বিস্তারিত-টিউটোরিয়াল ১

ডুয়েট (DUET) কি?

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Dhaka University of Engineering & Technology) তথা ডুয়েট ডিপ্লোমায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের জন্য একটি সরকারী বিশ্ববিদ্যালয়।

ডুয়েটে বিভাগ ও আসন সংখ্যাঃ


সিভিল ইঞ্জিনিয়ারিং- ১২০

ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-১২০

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ১২০

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং- ১২০

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং - ৬০

ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং -৩০

আর্কিটেকচার - ৩০

কেমিক্যাল & ফুড ইঞ্জিনিয়ারিং- ৩০

মেটিরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৩০

প্রতিবছর ৬৬০ জন শিক্ষার্থী ডুয়েটে উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে থাকে। এর মধ্যে মেটিরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটি গতবছর চালু হয়।


ডুয়েট আবেদনের নূন্যতম যোগ্যতা:


১. প্রার্থী কে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থী যদি বিদেশি নাগরিক হয় সেক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

২. প্রার্থী কে উপরে উল্লিখিত বিভাগ সমূহে আবেদন করতে হবে।

৩. প্রার্থীকে এস এস সি বা তার সমমানের পরীক্ষায় ৫০% অথবা ৫ স্কেলে কমপক্ষে জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

৪. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/ আর্কেটেকচার/ এগ্রিকালচারে ৬০% অথবা ৪ এর স্কেলে নূনতম সিজিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

৫. একাধিক বিভাগে পরীক্ষায় অংশগ্রহণের  জন্য প্রার্থী কে পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে।

আবেদনের নিয়মাবলি:


ডুয়েট ভর্তি পরীক্ষার সম্পূর্ণ বিজ্ঞপ্তি, আবেদনের নিয়মাবলি প্রোসপেক্টাস থেকে বিস্তারিত দেখে আসতে পারেন।

প্রোসপেক্টাস লিংক: https://www.duet.ac.bd/admission/undergraduate-admission/


নম্বর বিভাজন:


ভর্তি পরীক্ষা সর্বমোট ৩০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৫০ নম্বর টেকনিক্যাল বিষয় সমূহ এবং বাকী ১৫০ নাম্বারের পরীক্ষা হবে নন-ডিপার্টমেন্ট বই সমূহের উপর। মোট নাম্বারের ২০-২৫% mcq থাকবে।

নন-ডিপার্টমেন্ট এর জন্য যে বিষয়গুলো পড়তে হবে:

★ গনিত
★ রসায়ন
★ পদার্থবিজ্ঞান
★ ইংরেজি

পরবর্তী ধাপে নন-ডিপার্টমেন্ট এবং সিভিল টেকনোলোজির বিষয় সমূহের সিলেবাস নিয়ে আলোচনা করা হবে।
ধন্যবাদ।

ডুয়েট সিলেবাস নিয়ে টিউটোরিয়াল টি দেখতে এখানে ক্লিক করুন



লেখক:

 Md. Apel Mahmud Sujon
















0 Comments