ডুয়েট ভর্তি পরীক্ষার নন ডিপার্টমেন্টাল সিলেবাস-১
পদার্থবিজ্ঞান:
ভেক্টর: স্কেলার এবং ভেক্টর রাশির পরিমাণ, ভেক্টরের যোগ এবং বিয়োগ, সামান্তরিক ভেক্টর, ভেক্টর বিভাজন ইত্যাদি।
গতি ও বল: সরণ, গতি, বেগ, ত্বরণ, নিউটনের গতির সূত্র, ঘর্ষণ, ঘর্ষণজনিত বল, বৃত্তাকার গতি, কৌণিক বেগ ও ত্বরণ, কেন্দ্রমুখী ও কেন্দ্রীভূত ত্বরণ, জড়তা, ভর এবং ওজন, মহাকর্ষ ও মধ্যাকর্ষন, কেপলারের সূত্র
কাজ ও শক্তি: কাজ এবং শক্তি, সম্ভাব্য গতিশক্তি, কাজ ও শক্তির রুপান্তর, যান্ত্রিক শক্তি,
পদার্থের ধর্ম: স্থিতিস্থাপকতা সংক্রান্ত রাশি ও প্রকারভেদ, হুকের সূত্র, পয়সন এর অনুপাত, বিভবশক্তি, প্যাসকেলের সূত্র, আর্কিমিডিসের নীতি, আপেক্ষিক গুরুত্ব, পৃষ্ঠটান, কৈশিকতা, সান্দ্রতা
তরঙ্গ ও দোলন: সরল দোলন, বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ, তরঙ্গের প্রকারভেদ, শব্দ, শব্দের বেগ, প্রতিধ্বনি, উপরিপাতন ও ব্যাতিচার, বীট ইত্যাদি
তাপ এবং তাপগতিবিদ্যা: তাপ ও তাপমাত্রা, থার্মোমিটার, তাপ ধারণক্ষমতা, সুপ্ত তাপ, পদার্থের তাপীয় প্রসারণ, তাপ পরিবাহিতা, তাপ সঞ্চালন, নিউটনের শীতলীকরণ সূত্র, আপেক্ষিক তাপ, তাপগতিবিদ্যা, তাপ ইঞ্জিন ইত্যাদি।
আলো: আলোর প্রতিফলন ও প্রতিসরণ, আলোকমিতি, আলোর প্রতিবিম্ব, আলোর প্রতিসরণ (প্রিজম, লেন্স)
পারমাণবিক পদার্থবিজ্ঞান: ইলেকট্রন এবং প্রোটন, এক্স- রে, পরমাণু মডেল, তেজস্ক্রিয়তা ও ক্ষয়, ফিশন ও ফিউশন।
***পদার্থবিজ্ঞান এ সর্বমোট ৪০ নম্বর প্রশ্ন হয়ে থাকে ।
রসায়ন:
★ তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়া, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া।
★ দ্রাব, দ্রাবক, দ্রাবতা এর বিস্তারিত
★ অনুঘটক ও প্রভাবক
★ আধুনিক পর্যায় সারণী
★ বোয়েল, চার্লস ও ডাল্টন এর সূত্র
★ পারমাণবিক গঠন: পরমাণুর মৌলিক কণা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, আইসোটোপ, আইসোটোন, আইসোবার
★ কোয়ান্টাম সংখ্যা: এর তাৎপর্য, পাউলির বর্জন নীতি, অরবিট, অরবিটাল
★ এসিড ও ক্ষার এর বিস্তারিত
★ pH, pH স্কেল এবং এর ব্যবহার, বাফার দ্রবণ ও এর ক্রিয়াকৌশল
★ জারণ-বিজারণ ও এর বিস্তারিত
★ রাসায়নিক বন্ধন: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, সন্নিবেশ বন্ধন
★ তড়িৎ বিশ্লেষণ
★ পানির খরতা এবং খরতা দূরীভূত করা
★ আকরিক
★ জৈব যৌগ
★ অ্যালিফেটিক হাইড্রোকার্বন: সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন ও অ্যালকিন প্রস্তুতি
★ অ্যালকোহল: অ্যালকোহলের শ্রেনিবিন্যাস, এনজাইম বা উৎসেচক, গাঁজন প্রক্রিয়া ইত্যাদি।
***রসায়ন এ সর্বমোট ৪০ নম্বর প্রশ্ন হয়ে থাকে ।
* ডুয়েট ভর্তি বিস্তারিত পূর্বের টিউটোরিয়াল -এখানে
* ডুয়েট ভর্তি পরীক্ষার সিলেবাসের পরবর্তী টিউটোরিয়াল টি দেখতে এখানে ক্লিক করুন
লেখক-
আপেল মাহমুদ সুজন
0 Comments
Dear,readers your comment is always appreciated .We will try to replay to your comment as soon as possible:
1)Please,do not spam-spam comment will be deleted immediately upon our review.
2)please,do not add any link to the body of your comment as that will not be published.
3)Only English and Bangla comment shall be approved.