পূর্ববর্তী টিউটোরিয়াল এ আমরা ডুয়েট ভর্তি পরীক্ষার নন ডিপার্টমেন্ট বিষয় পদার্থবিজ্ঞান ও রসায়নের সিলেবাস উল্লেখ করেছিলাম। উক্ত টিউটোরিয়াল টি দেখতে এখানে ক্লিক করুন।
.আজকের টিউটোরিয়াল টি ডুয়েট ভর্তি পরীক্ষার গনিত ও ইংরেজি বিষয়ের সিলেবাস নিয়ে সাজানো হয়েছে।
গনিত: এ বিষয়ে ৪০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। গনিতের যেসকল অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে-
বীজগণিত - লগারিদম, সিরিজ/ধারা (সমান্তর ধারা ও গুনোত্তর ধারা), বহুপদ, জটিল সংখ্যা, বিন্যাস এবং সমাবেশ, দ্বিপদী উপপাদ্য, ম্যাট্রিক্স, নির্ণায়ক, আংশিক ভগ্নাংশ, সূচক ধারা
ত্রিকোণমিতি- সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, গুনিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বিপরীত বৃত্তীয় ফাংশন ইত্যাদি
স্থানাঙ্ক জ্যামিতি- সঞ্চারপথ সমীকরণ, রৈখিক সমীকরণ, কনিক
ক্যালকুলাস- ফাংশন, লিমিট, অবিচ্ছন্নতা, অন্তরীকরণ, লিবনিজের উপপাদ্য, যোগজীকরণ ইত্যাদি।
ইংরেজি: এ বিষয়ে ৩০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। সাধারণত নিমোক্ত টপিক থেকে প্রশ্ন এসে থাকে।
Tense- Uses of tense, right form of verbs, subject-verb agreement
Sentence Structure- Types of clauses and sentence, Changing sentence
Verbs- transitive/ intransitive, finite/ non-finite
Parts of Speech- Usage of different types of parts of speech.
Usage Of Suffix and Prefix, Use of Preposition, Idioms and phrases, Voice, Framing Question, Determiners, English Vocabulary, Translations.
Functional use of main verb, gerund, infinitive, modals and participles.
Mcq/ Cloze test/ short question/ True- false based on the text
Paragraph, Letter, Writing Reports etc.
পরবর্তীতে আমরা ডুয়েট ভর্তি পরীক্ষায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিলেবাস নিয়ে আলোচনা করবো।
__________________
লেখক- Md. Apel Mahmud Sujon
0 Comments
Dear,readers your comment is always appreciated .We will try to replay to your comment as soon as possible:
1)Please,do not spam-spam comment will be deleted immediately upon our review.
2)please,do not add any link to the body of your comment as that will not be published.
3)Only English and Bangla comment shall be approved.