রাগীব আলী
Source- bd-pratidin.com
- রাগিব আলী ১৯৩৮ সালে ১০ অক্টোবর সিলেট এর বিশ্বনাথ কামালবাজারে জন্ম গ্রহণ করেন।
- তিনি রাজা সি, এস উচ্চ বিদ্যালয় ও সিলেট কলেজে লেখাপড়া করেন।
- তিনি উপমাদেশের সব চেয়ে প্রাচীন চা বাগান মালনীছড়া চা বাগান এর বর্তমান সত্ত্বাধিকারী।
- তিনি বেসরকারি সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- তার সম্পদের প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার।
- তিনি সিলেট শহরে দানবীর হিসেবে পরিচিত। তবে অনেকে এটা নিয়ে দ্বিমত পোষণ করেছেন।
- জালিয়াতি মামলায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই কে সিলেটের মহানগর মুখ্য হাকিম আদালত ১৪ বছরের কারাদণ্ড দেয়।
স্যামসন এইচ চৌধুরী
Source- samakal.com
- স্যামসন এইচ চৌধুরীর জন্ম ২৫ সেপ্টেম্বর ১৯২৫ সাল গোপালগঞ্জ জেলায়। তার বাবার নাম ইয়াকুব হোসেন চৌধুরী ও মায়ের নাম লতিকা চৌধুরী।
- তিনি কলকাতার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ে লেখাপড়া করেন। ওখানেই তিনি সিনিয়র কেমব্রিজ ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
- মাত্র ১৭ বছর বছর বয়সে তিনি কাওকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যান এবং নেভিতে যোগ দেন।
- ১৯৫২ সালে সেচ্ছায় তিনি চাকরি ছেড়ে বাড়িতে ফিরে আসেন।
- তিনি হলেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা।
- তিনি সহ আরো ৩ বন্ধুকে সাথে নিয়ে, প্রত্যেকে ২০ হাজার করে টাকা দিয়ে মোট ৮০ হাজার টাকায় তৈরী করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস। চার বন্ধুর প্রতিষ্ঠান হিসেবে এর লোগো টি ও বর্গাকার।
- ২০০৯ - ১০ অর্থ বছরে স্কয়ার গ্রুপ জাতীয় রাজস্ব বোর্ডে কর্তিক সেরা করদাতা নির্বাচিত হয়।
- তিনি মাছরাঙ্গা চ্যানলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- তিনি ৫ জানুয়ারী ২০১২ সালে সিঙ্গাপুর এ মৃত্যু বরন করেন।
ইকবাল আহমেদ
Source- bd-pratidin.com
- ইকবাল আহমেদ ৪ আগষ্ট ১৯৫৬ বালাগঞ্জ, সিলেট বিভাগে জন্ম গ্রহণ করেন।
- ১৯৭১ সালে ১৫ বছর বয়সে তিনি যুক্তরাজ্য চলে যান এবং সেখানে তিনি সিটি কলেজ ওয়েস্টমিনিস্টার এ লেখাপড়া করেন।
- তিনি সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী
- ১৯৭৬ সালে ম্যানচেস্টারে বাবার ব্যবসায় অংশগ্রহণের মাধ্যমে বিজনেস ওয়ার্ল্ডে তার প্রবেশ।
- তার কোম্পানি পর পর ৩ বার ২০০১, ২০০২, ২০০৩ সালে সমুদ্র খাবার রপ্তানিতে শীর্ষস্থানে অবস্থান করে।
- ২০১২ সালে ইকবাল আহমেদ জিতে নেন আন্তর্জাতিক সেরা ব্যবসায়ী-২০১২ পুরস্কার।
- ইকবাল আহমেদ ২০০৯ সালে এশিয়ার ২০ ধনীর তালিকায় উঠে আসেন সফল ব্যবসায়ী ।
লেখক
শুয়াইব আহমেদ বন্ধন
0 Comments
Dear,readers your comment is always appreciated .We will try to replay to your comment as soon as possible:
1)Please,do not spam-spam comment will be deleted immediately upon our review.
2)please,do not add any link to the body of your comment as that will not be published.
3)Only English and Bangla comment shall be approved.