- এম এ হাসেম ১৯৪৩ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় জন্ম গ্রহন করেন।
- এম এ হাসেম পারটেক্স গ্রুপের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান এবং তিনি ইউ এস বি এল ব্যাংক এর চেয়ারম্যান৷ এছাড়া তিনি সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল বেসরকারি ব্যাংক এর মালিক।
- তিনি বি এন পি থেকে, নোয়াখালী ২ আসন এর সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এ পদে বহাল থাকেন।
- তিনি পারটেক্স নামের কোম্পানি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত করেন।
- তার প্রতিষ্ঠিত পারটেক্স গ্রুপে প্রায় ৫০০০০ এর বেশি কর্মী কাজ করে।
- পারটেক্স গ্রুপের মোট সম্পদের পরিমাণ ৭.২ বিলিয়ন মার্কিন ডলার।
- এম এ হাসেম নর্থ সাউথ ইউনিভার্সিটির আজীবন প্রতিষ্ঠাতা সদস্য।
- তিনি নোয়াখালী এম এ হাসেম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান।
আজম জে চৌধুরী
Source- dailysangram.com
- আজম জে চৌধুরীর পুরো নাম আজম জাহাঙ্গীর চৌধুরী। তার জন্ম মৌলভীবাজার জেলায় কুলাউড়া উপজেলার হোসেনপুর গ্রামে। তার পিতার নাম মহাতোছিন আলী।
- তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বি এ অনার্স ডিগ্রি অর্জন করেন।
- তিনি ইস্ট-কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক।
- তিনি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (২০০১-২০০৫) চেয়ারম্যান ছিলেন।
- করোনা মহামারী পরিস্থিতিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে পিপিই প্রদান করেন আজম জে চৌধুরী।
- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসি এর প্রেসিডেন্ট পদে (২০২০-২০২১) মেয়াদে পুনর্র্নিবাচিত হন আজম জে চৌধুরী।
- তিনি ১৯৯৫ সালে প্রাইম ব্যাংক প্রতিষ্ঠা করেন।
- তিনি ১৯৭৯ সালে বহু জাতিক কোম্পানি ইস্ট কোস্ট প্রতিষ্ঠা করেন।
- বিশ্বের শীর্ষস্থানীয় লজিস্টিক কোম্পানি ডিএইচএল এক্সপ্রেস ও দ্য ডেইলি স্টারের যৌথ আয়োজনে ১৮তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠানে দেশের সেরা ব্যবসায়িক ব্যাক্তিত্ব নির্বাচিত হয়ে সম্মাননা পান আজম জে চৌধুরী।
গিয়াসউদ্দিন আল মামুন
Source- bd.pratidin.com
- গিয়াসউদ্দিন আল মামুন হলেন বি এন পি এর ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে এর ঘনিষ্ঠ বন্ধু।
- তিনি রিয়েল এস্টেট, ঠিকাদারি, হোটেল ও নৌ-পরিবহন (জাহাজ) ব্যবসায় সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি অর্থ পাচার মামলায় অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন।
- তার চ্যানেল ওয়ান এ মালিকানা ছিলো। তবে ২৭ এপ্রিল ২০১০ সালে বন্ধ হয়ে যায় ‘চ্যানেল ওয়ান'।
- তার সম্পদের পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।
- ৩১ জানুয়ারী ২০০৭ সালে তাকে যৌথবাহিনী গ্রেফতার করে। ২০১৯ সালে তার মা মারা গেলে, মা কে দেখার জন্য তিনি ৮ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান।
- ২০১৯ সালে অর্থ পাচার মামলার রায়ে তার ৭ বছরের কারাদণ্ড হয়।
লেখক
শুয়াইব আহমেদ বন্ধন
|
0 Comments
Dear,readers your comment is always appreciated .We will try to replay to your comment as soon as possible:
1)Please,do not spam-spam comment will be deleted immediately upon our review.
2)please,do not add any link to the body of your comment as that will not be published.
3)Only English and Bangla comment shall be approved.